হামাস ও ইসরায়েল যুদ্ধ নিয়ে সরব হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এরই মধ্যে অধিকৃত গাজা উপত্যকার ওপর ইসরায়েলের কঠোর অবরোধ আরোপের তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে এ অবরোধকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যায়িত করে লেনিনগ্রাদ অবরোধের সঙ্গে তুলনা করেছেন পুতিন।
মূলত রুশ প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছেন। তার এই অবস্থানকে স্বাগত জানিয়েছে হামাস। হামাস বলছে, ‘গাজায় ইসারয়েলের দখলদারিত্ব, ত্রাণ সরবরাহ বন্ধ এবং বেসামরিক লোকজনের ওপর চলমান হামলার বিরুদ্ধে দাঁড়িয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে অবস্থান নিয়েছেন, তাতে আমরা তাকে অভিবাদন জানাই।’
এর আগে, গাজায় ইসরায়েলের অবরোধকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যায়িত করে পুতিন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী লেনিনগ্রাদের ওপর এরকম অবরোধ আরোপ করেছিল। ইসরায়েল এখন যা করছে তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেনিনগ্রাদের ওপর জার্মান নাৎসি বাহিনীর অবরোধ আরোপের সঙ্গে তুলনা করা যায়। আমার দৃষ্টিতে এটি অগ্রহণযোগ্য।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, গাজার ওপর ইসরায়েলি অবরোধের সঙ্গে কেউই একমত হতে পারবে না কারণ এর ফলে বেসামরিক নাগরিকদের ক্ষতি হচ্ছে। গাজায় ইসরায়েল স্থল অভিযান চালাবে বলে শোনা যাচ্ছে। তিনি সম্ভাব্য এ অভিযানকেও ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বর্ণনা করে বলেন, বেসামরিক এলাকায় এ ধরনের অভিযানে জানমালের অপূরণীয় ক্ষতি হবে।
বিডি-প্রতিদিন/শফিক