ইসরায়েলি আক্রমণের মুখে গাজা ছাড়তে মরিয়া অঞ্চলটির বাসিন্দারা। অবরুদ্ধ উপত্যকা থেকে বের হওয়ার একপাত্র পথ মিশরের রাফা ক্রসিং। কিন্তু যুদ্ধের শুরুতে ইসরায়েল অঞ্চলটিতে বোমা বর্ষণ করে যার ফলে এই সীমান্ত দিয়ে পারাপার অসম্ভব হয়ে যায়।
সিএনএনের খবরে বলা হয়েছে, সীমিত সময়ের জন্য রাফা ক্রসিং খুলতে পারে। ইসরায়েল জানিয়েছে, ফিলিস্তিনের দ্বৈত নাগরিকরা অঞ্চলটি দিয়ে বের হতে পারবেন। এজন্য সীমিত সময়ের জন্য এটি খোলা হতে পারে।
খবর অনুসারে, দ্বৈত নাগরিকরা একটি শর্ট নোটিশ পেতে পারেন বলে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে। মার্কিন দূতাবাস বলেছে, এটা স্পষ্ট নয়, ভ্রমণকারীরা কতক্ষণ রাফা ক্রসিং দিয়ে যেতে পারবেন। নিরাপদ মনে করলে আপনারা রাফা ক্রসিং সীমান্তের কাছাকাছি থাকতে পারেন।
রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির সঙ্গে সাক্ষাতের পর বলেছিলেন, রাফা ক্রসিং খোলা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল