চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষে চার চীনা নাগরিক নিহত হয়েছেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুইজন নাগরিক নিখোঁজ এবং ছয়জন আহত হয়েছেন।
বর্তমানে চীন ও ইসরায়েলের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চালু রয়েছে।
চীন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে। গত সপ্তাহে হামাস যোদ্ধারা হঠাৎ যখন গাজা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে হামলা করছিল, সে সময় যুক্তরাষ্ট্রের একদল সিনেটর বেইজিং সফরে ছিলেন। এ সংঘাতে চীনের পররাষ্ট্রমন্ত্রী যে বিবৃতি দেন, সেখানে পরিষ্কারভাবে বেইজিংয়ের নিরপেক্ষ অবস্থান প্রকাশ পায়। বিবৃতিতে দুই পক্ষের সংযত আচরণ ও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল