রাফা সীমান্ত দিয়ে গাজায় মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে আলোচনার পর এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার বাইডেন তেল আবিবে অবতরণ করেন। এরপর তিনি ইসরায়েল ও মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তখন জানা যায়, সীমান্তে আটকে থাকা মানবিক সহায়তার ২০টি ট্রাক গাজায় ঢুকতে দিচ্ছে ইসরায়েল।
এর আগে রাফা সীমান্তে ইসরায়েলের হামলায় আটকে যায় মিশর থেকে আসা মানবিক সহায়তা। বাইডেন জানান, শুক্রবারের আগে ট্রাকগুলো রাফা সীমান্ত অতিক্রম করতে পারবে না। সেখানে রাস্তা মেরামতের কাজ চলছে।
প্রাথমিকভাবে ২০টি ট্রাক রাফা সীমান্ত পার হওয়ার কথা রয়েছে। আরো ১৫০টি ট্রাক অপেক্ষমান রয়েছে। এগুলো পার হতে পারবে কিনা তা নির্ভর করবে এ ২০টি ট্রাক কীভাবে গাজায় প্রবেশ করবে তার ওপর। সূত্র: আল জাজিরা, বিবিসি
বিডি প্রতিদিন/আজাদ