গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধাদের হামলায় আরো তিন সেনা নিহতের তথ্য প্রকাশ করলো ইসরায়েল। এ নিয়ে দেশটির মোট নিহত সেনার সংখ্যা দাঁড়ালো ৩০৬ জনে।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে।
একই সঙ্গে বাহিনীটি জানিয়েছে, ইসরায়েল ভূখণ্ড থেকে মোট ২০৩ জনকে বন্দি করে গাজায় নিয়ে গেছে হামাস যোদ্ধারা।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর প্রথমবারের মতো ইসরায়েল অভ্যন্তরে ঢুকে নজিরবিহীন হামলা চালায় হামাস যোদ্ধারা। এতে রিপোর্ট লেখা পর্যন্ত ১৪শ’র বেশি নিহত হয়। আহত হয় প্রায় সাড়ে তিন হাজার মানুষ।
তবে ইসরায়েলের পাল্টা বোমা হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে গাজা। সেখানে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ৩,৪৮০ জন নিহত হয়েছে। আহত হয়েছে বহু সংখ্যক মানুষ। পাশাপাশি ইসরায়েল অবরোধ আরোপ করায় গাজায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল
বিডি প্রতিদিন/আজাদ