মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর ইসরায়েলে পা রাখলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে তেল আবিবে পৌঁছান তিনি।
তেল আবিব বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, “গত ৭ অক্টোবর হামাসের হামলা ছিল ‘অবর্ণনীয় ও ভয়ঙ্কর সন্ত্রাসী কর্মকাণ্ড’। ব্রিটেন ইসরায়েলের পাশে রয়েছে।”
এ সফরে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে যাবেন ঋষি। ইসরায়েল-হামাস সংঘাত কমানোর চেষ্টা চালাবেন বলে জানিয়েছে তার কার্যালয়।
সফরের ঘোষণার পর ঋষি সুনাক বলেছেন, প্রতিটি বেসামরিক মানুষের মৃত্যু এক-একটি দুঃখজনক ঘটনা।
বিবৃতিতে তিনি আরো বলেন, আল-আহলি হাসপাতালের হামলা এ অঞ্চলের নেতাদের জন্যে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং সংঘাতের বিপজ্জনক বৃদ্ধি রোধে বিশ্বের সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত।
এ সফরে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার কথা তার। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/আজাদ