ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দাদের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধের ‘সুনির্দিষ্ট সহযোগী’ যুক্তরাষ্ট্র।
লোরেস্তান প্রদেশের শহীদ স্মৃতি কংগ্রেসের সদস্যদের সঙ্গে এক বৈঠকে আয়াতুল্লাহ খামেনি এই মন্তব্য করেন। তিনি বলেন, গাজায় সংঘটিত নৃশংসতা যুক্তরাষ্ট্র কোনোনা কোনোভাবে সামাল দেয়।
তিনি বলেন, 'এসব অপরাধে আমেরিকার হাত নিপীড়িত, শিশু ও রোগীদের রক্তে পর্যন্ত থাকে।
অধিকৃত অঞ্চলে ‘নিষ্ঠুর’ ও ‘অশুভ’ পশ্চিমা শক্তির নেতাদের তাড়াহুড়ো করে সফরের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সর্বোচ্চ নেতা বলেন, এসব সফরের উদ্দেশ্য ইহুদিবাদী সরকারকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করা।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ধ্বংসের বিপদ যদি দখলদার শাসকদের জন্য হুমকি না হতো, তাহলে এই বিশ্ব খলনায়করা অনুভব করত না যে তাদের একের পর এক (ইসরায়েলি শাসনের সাথে) সংহতি প্রকাশ করা দরকার।
বিডিপ্রতিদিন/কবিরুল