৩০ অক্টোবর, ২০২৩ ১৩:০৪

জিম্মিদের নিয়ে হামাস ‘মনস্তাত্ত্বিক’ খেলা খেলছে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

জিম্মিদের নিয়ে হামাস ‘মনস্তাত্ত্বিক’ খেলা খেলছে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট

ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে সব জিম্মিদের মুক্তির প্রস্তাব দিয়েছে হামাস। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট বলেছেন, এটা হামাসের মনস্তাত্ত্বিক খেলার অংশ। হামাস নিজেদের সুবিধার জন্য জিম্মিদের নিষ্ঠুরভাবে ব্যবহার করছে। 

গত শনিবার ফিলিস্তিনি মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেন, তারা ইসরায়েলের সঙ্গে অবিলম্বে বন্দী বিনিময়ের জন্য প্রস্তুত।

হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় ইতিমধ্যে প্রায় ৫০ জিম্মি নিহত হয়েছেন। হামাসের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এখন পর্যন্ত  হামাস চার জিম্মিকে মুক্তি দিয়েছে। ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার কথা বলেছে। 

এর জবাবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট বলেন, গাজার ভেতরে ইসরায়েলের সামরিক অভিযানের লক্ষ্যও জিম্মিদের মুক্তি নিশ্চিত করা।

গ্যালান্ট আরও বলেন, ইসরায়েলি সমাজের পতন চায় হামাস। তারা জিম্মিদের নৃশংসভাবে ব্যবহার করছে। অন্যান্য বিষয়ের মধ্যে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের উদ্দেশ্য জিম্মিদের ফেরানোর সুযোগ বাড়ানো।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর