৩০ অক্টোবর, ২০২৩ ১৩:৩৭

জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস বড় অর্জন : রাইসি

অনলাইন ডেস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস বড় অর্জন : রাইসি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের সাম্প্রতিক প্রস্তাবকে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে অভিহিত করে বলেছেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধ বন্ধে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) রাষ্ট্রপ্রধানদের বৈঠক আরেকটি পদক্ষেপ হতে পারে। 

ইরানের মন্ত্রিসভার বৈঠকে রাইসি এ মন্তব্য করেন। তিনি বলেন, অহংকারী শক্তির হুমকি সত্ত্বেও ইহুদিবাদী সরকারের অপরাধের নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের রেজুলেশন একটি গুরুত্বপূর্ণ অর্জন এবং সব মুসলমানের উচিত ফিলিস্তিনিদের সমর্থন করা।

ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, অপরাধের অবসানঘটানোর পদক্ষেপের অংশ হিসেবে ওআইসির  রাষ্ট্রপ্রধানদের বৈঠকের জন্যও প্রচেষ্টা চালাতে হবে।

তিনি ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর প্রশংসা করে বলেন, তারা শনিবার ফিলিস্তিনি সরকারের স্থল হামলা প্রতিহত করেছে। এটি ‘বড় মহাকাব্য’ তৈরি করেছে। ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর এটি ইহুদিবাদী সরকারের দ্বিতীয় বৃহত্তম পরাজয় বলে বর্ণনা করেছেন রাইসি।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর