গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করার প্রতিবাদে হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের আমন্ত্রণ প্রত্যাখান করেছেন কানাডিয়ান কবি রুপি কৌর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে তিনি জানান, বেসামরিক ব্যক্তিদের ‘সম্মিলিত শাস্তিকে সমর্থন করে এমন একটি প্রতিষ্ঠানের আমন্ত্রণে না বলেছেন’ তিনি। অন্যান্য দক্ষিণ এশীয়দেরও মার্কিন সরকারকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন রুপি।
বুধবারের এ অনুষ্ঠানের আয়োজন করেছন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
রুপি কৌরের জন্ম ভারতে। ‘মিল্ক অ্যান্ড হানি’ সংকলনের জন্য প্রশংসিত এ কবি বলেন, আশ্চর্য যে এই প্রশাসন দীপাবলি উদযাপন করা গ্রহণযোগ্য বলে মনে করেছে। এটি হিন্দুদের আলোর উৎসব। মিথ্যার ওপর ধার্মিকতা ও অজ্ঞতার ওপর জ্ঞানকে গুরুত্ব দিয়ে এটি উদযাপন করা হয়।
তিনি মার্কিন সরকারকে ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা’ ন্যায্যতা দেওয়ার জন্য অভিযুক্ত করেন।
জাতিসংঘ একাধিকবার যুদ্ধবিরতির আহ্বান জানালেনও এর বিরোধিতা করেন জো বাইডেন। এ কারণে মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করেন রুপি কৌর।
এদিকে বাইডেন প্রশাসন ইসরায়েলে এক হাজার ৪০০ কোটি ডলারেরও বেশি সহায়তা দিতে কংগ্রেসকে আহ্বান জানিয়েছে। এর আগে গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য ১০ কোটি ডলার সহায়তা ঘোষণা করেন।
ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর দেড় হাজারেরও বেশি ইসরায়েলি নিহত হয়েছে। গাজায় আরো ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছে।
গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের হামলায় ১০ হাজার ৩০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ৭০ শতাংশই শিশু, নারী ও বৃদ্ধ। সূত্র: সিবিসি, বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/আজাদ