গাজার উত্তরাঞ্চলে কাতারের শেখ হামাদ হাসপাতালের নিচে হামাসের একটি সুড়ঙ্গ রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। আল জাজিরা বিষয়টি নিয়ে তদন্ত করেছে। আল জাজিরার টিম এই অভিযোগের সত্যতা পায়নি।
রয়টার্সকে আল জাজিরার তদন্ত দল বলেছে, এই অভিযোগ সমর্থন করার কোনো কারণ নেই।
রবিবার ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি ভিডিও, ছবি ও অডিও রেকর্ডিং উপস্থাপন করেন। ওই ভিডিওতে তিনি দাবি করেন, হামাস হাসপাতালকে ঢাল হিসেবে ব্যবহার করছে।
সোমবার গাজা পুনর্গঠনের জন্য নিয়োজিত কাতারি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আল ইমাদি বলেন, ইসরায়েলের অভিযোগ হাসপাতাল, স্কুল এবং বাস্তুচ্যুত লোকদের আশ্রয়সহ বেসামরিক স্থাপনাগুলিকে দখলদারিত্বের লক্ষ্যবস্তু করার একটি নির্লজ্জ প্রচেষ্টা।
বিডিপ্রতিদিন/কবিরুল