ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা বুধবার অধিকৃত পূর্বাঞ্চলীয় শহর লুহানস্কে গাড়ি বোমায় রাশিয়া সমর্থিত এক আইনপ্রণেতাকে হত্যার দায় স্বীকার করেছে।
মিখাইল ফিলিপোনেনকো রাশিয়া-প্রতিষ্ঠিত স্থানীয় পরিষদের একজন রাজনীতিবিদ। ২০১৪ সাল থেকে লুহানস্কের রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি লুহানস্ক পিপলস রিপাবলিকের সেনাবাহিনীর অন্যতম শীর্ষ কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
সংস্থাটি জানিয়েছে, ফিলিপোনেনকো ভোরে একটি বিস্ফোরণে নিহত হয়েছেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে টেলিগ্রামে জানানো হয়েছে।
লুহানস্ক ইউক্রেনের চারটি অঞ্চলের মধ্যে একটি যা রাশিয়া আক্রমণ শুরু হওয়ার পর থেকে সংযুক্ত বলে দাবি করে। অবশ্য কিয়েভ এবং তার পশ্চিমা মিত্ররা দৃঢ়ভাবে এই সংযুক্তি প্রত্যাখ্যান করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল