মিশরীয় টেলিভিশন চ্যানেল আল-কাহেরা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা উপত্যকায় মানবিক যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তি অর্জনের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে তারা।
খবরে বলা হয়েছে, ‘একটি মানবিক যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির কাছাকাছি রয়েছে মিশর।’
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। সেদিন থেকেই গাজায় নির্বিচারে টানা বোমাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। চলছে স্থল অভিযানও। এতে এখন পর্যন্ত গাজায় ১০ হাজার ৫৬৯ জনের মৃত্যু হয়েছে। বেশির ভাগই নারী ও শিশু। হামলায় আহত হয়েছেন ২৬ হাজার ৪৭৫ জন।
যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। কিন্তু ইসরায়েল বলছে, তারা যুদ্ধবিরতি করবে না।
বুধবার টোকিওতে ফিলিস্তিনের গাজায় মানবিক যুদ্ধবিরতি ও ত্রাণসহায়তা পৌঁছানোর পথ করে দেওয়ার আহ্বান জানিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি–৭।
বিডিপ্রতিদিন/কবিরুল