রাশিয়ার হুমকি সম্পর্কে সতর্ক করতে ইউক্রেন সফরে গেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস। ইউক্রেন থেকে পোস্ট করা এক ভিডিওতে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তিনি ইউক্রেনের রাজধানীতে এসেছেন ‘সতর্কতা বাড়াতে’।
আমরা যদি একটি গণতান্ত্রিক দেশকে পুতিনের মতো স্বৈরশাসকের হাতে দখল করতে দেই, তাহলে কী বলা হবে? আমাদের স্বাধীনতা এবং গণতন্ত্রের মূল্যবোধ সম্পর্কে এটি কী বার্তা দিবে ?এবং তেমনটি হবে না। কারণ, আমরা পাশ্চাত্যের সম্পদ সহজেই পেয়ে যাব, যদি আমাদের ইচ্ছা থাকে। সুতরাং বার্তাটি সহজ: এটি বিশ্বের জন্য একটি জেগে ওঠার আহ্বান।
এই যুদ্ধে ইউক্রেনের জয় নিশ্চিত হোক।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যুক্তরাজ্য আগের চেয়ে বৃহত্তম সামরিক সহায়তা প্যাকেজ নিয়ে আরও বেশি কিছু করার পদক্ষেপ নিয়েছে। প্রতিটি জাতিকে এখন একই কাজ করতে হবে এবং স্বৈরশাসনের বিরুদ্ধে স্বাধীনতার বিজয় নিশ্চিত করতে হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল