মেক্সিকো সীমান্তের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। জানা গেছে, টেক্সাস রাজ্যের আন্তর্জাতিক সীমানের কাছে লা গ্রুলা শহরে বিধ্বস্ত হওয়া ওই হেলিকপ্টারের চার আরোহীর মাঝে দুইজন নিহত হয়েছেন। খবর নিউইয়র্ক পোস্টের।
টেক্সাসের রিও গ্রান্ডে নদীর কাছে লা গ্রুলা শহরে পতিত হয় হেলিকপ্টারটি। মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, মেক্সিকোর মাদক চক্রের সদস্যরা ড্রোনের মাধ্যমে এই হেলিকপ্টারের ওপর নজর রাখছিল। এমনকি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার একটি ভিডিও তারা পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে।
উল্লেখ্য, গত মাসেও বেশকিছু মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি মিসিসিপিতে একটি হেলিকপ্টার ভূপতিত হয়ে দু’জন মারা যান। এর আগে ১২ ফেব্রুয়ারি দু’টি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হলে আহত হন বেশ কয়েকজন। এছাড়া ৬ ফেব্রুয়ারি একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন পাঁচজন মার্কিন সেনা।
বিডি-প্রতিদিন/শফিক