জার্মানির দক্ষিণাঞ্চলের একটি শপিং সেন্টারে সন্দেহভাজন এক রুশ নাগরিকের ছুরিকাঘাতে দুই ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। জার্মান পুলিশ জানিয়েছে, মুরনাউ শহরে ৩৬ বছর বয়সী এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান এবং সন্ধ্যায় কাছের একটি হাসপাতালে ২৩ বছর বয়সী আরেক ব্যক্তি মারা যান।
উভয় ইউক্রেনীয় গারমিশ-পার্টেনকির্চেন জেলার বাসিন্দা ছিলেন। জার্মানিতে তারা চিকিৎসা পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছিলেন।
জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলের অদূরে ৫৭ বছর বয়সী সন্দেহভাজন এক রুশ নাগরিককে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
সন্দেহভাজন জোড়া খুনের জন্য ফৌজদারি তদন্ত চলছে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় একই ধরনের তথ্য দিয়ে একটি বিবৃতি জারি করেছে। ইউক্রেনের বিবৃতি অনুসারে, গত ২৭ এপ্রিল জার্মানির বাভারিয়ার মুরনাউ আম স্টাফেলসে স্থানীয় একটি শপিং সেন্টারে ছুরিকাঘাতে দুই ইউক্রেনীয় নাগরিক নিহত হন। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত নাগরিকরা সামরিক কর্মী ছিলেন। জার্মানিতে তাদের চিকিৎসা চলছিল। সূত্র : সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল