মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দিমুক্তির আলোচনায় অগ্রগতি আনতে মিশর সফর করছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েল এবং হামাসের মধ্যে বিরোধ মেটানোর জন্য একটি মার্কিন প্রস্তাব ইসরায়েল মেনে নিয়েছে। তবে হামাস এখনও সেটি সম্পর্কে দ্বিধান্বিত।
মিশরের প্রেসিডেন্ট আল সিসি সংঘাতের অবসানের জন্য আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করেছেন, এই সংঘাত আরও বিস্তৃত হতে পারে।
এদিকে, গাজার অব্যাহত হামলায় অসংখ্য বেসামরিক মানুষ হতাহত হচ্ছে এবং ইসরায়েলি বাহিনী বহু বন্দীর মৃতদেহ উদ্ধার করেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর সঙ্গে গাজার যোদ্ধাদের সংঘর্ষ অব্যাহত রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল