পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে তোশাখানা সংক্রান্ত একটি নতুন মামলায় ১৫ দিনের বিচারিক হেফাজত মঞ্জুর করেছে একটি আদালত।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গত সোমবার এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে দুর্নীতিবিরোধী বিশেষ আদালতের বিচারক নাসির জাভেদ রানা এই রিমান্ডের আদেশ দেন। আদালত একইসাথে আগামী ২ সেপ্টেম্বর ইমরান খান ও তার স্ত্রীকে আবারও আদালতে হাজির করার নির্দেশ দেন।
এর আগে, ১০ দিনের রিমান্ড শেষে ইমরান খান ও তার স্ত্রী আদালতে উপস্থিত হন। ৮ আগস্ট এই রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।
তোশাখানা মামলায় শুনানি চলাকালে দুর্নীতিবিরোধী সংস্থা জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) বিভিন্ন প্রশ্নের লিখিত জবাব দেন তারা। ইদ্দত মামলায় খালাস পাওয়ার পরপরই তাদের বিরুদ্ধে এই নতুন মামলা করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল