ফিলিস্তিনের গাজার দক্ষিণে খান ইউনিস এলাকা থেকে ছয় ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানায়। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁদের স্বজনদের এ বিষয়ে অবহিত করা হয়েছে।
জিম্মি ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত একটি ফোরাম বিবৃতিতে বলেছে, গাজায় আটক থাকা অন্যান্য জিম্মিদের চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত।
এদিকে, ইসরায়েলের হামলা গাজায় অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ফলে ১০ মাস ধরে চলমান এই সংঘাতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪০ হাজার ১৭৩ জনে পৌঁছেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল