সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে যোগ দিয়ে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রতি আবেগপূর্ণ সমর্থন জানিয়েছেন। শিকাগোর ইউনাইটেড সেন্টার অ্যারেনায় অনুষ্ঠিত চার দিনের এই সম্মেলনের দ্বিতীয় দিনে, গতকাল মঙ্গলবার, ওবামা বক্তব্য দেন।
তিনি কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে সমর্থন করতে মার্কিন ভোটারদের আহ্বান জানান। ওবামা তাঁর বক্তব্যে কমলার প্রসিকিউটর হিসেবে কাজের ইতিহাস তুলে ধরেন এবং বলেন, যুক্তরাষ্ট্র একটি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত।
আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হবে। ওবামা তাঁর বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে বলেন, ট্রাম্প বিপজ্জনক।
ওবামা বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও প্রশংসা করেন, বলেন যে, ইতিহাস বাইডেনকে সেই প্রেসিডেন্ট হিসেবে মনে রাখবে, যিনি মহাবিপদের মুহূর্তে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে রক্ষা করেছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল