দীপাবলির আনন্দ ও রং খেলায় মেতেছে গোটা ভারত। এমন একটি দিনে পাকিস্তান সীমান্তে ছুটে গেলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর সীমান্তরক্ষী বিএসএফ জওয়ানদের নিজ হাতে মিষ্টি খাইয়ে দেন তিনি।
বিগত এক দশকের রীতি মেনে সীমান্তে গিয়ে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপদনের জন্য মোদি বেছে নিলেন নিজ রাজ্য গুজরাটের কচ্ছ এলাকার স্যর ক্রিককে।
বৃহস্পতিবার সশস্ত্র বাহিনীর তিন শাখা (স্থল, নৌ ও বায়ুসেনা) এবং বিএসএফ অফিসার-জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন মোদি। প্রদীপ জ্বালিয়ে এবং নিজের হাতে মিষ্টি খাওয়ান তাদের।
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নর্মদা জেলার একতা নগরে সর্দার বল্লভভাই পটেলের জন্মদিবস উপলক্ষ্যে আয়োজিত ‘রাষ্ট্রীয় একতা দিবস’ কর্মসূচিতে অংশ নেন মোদি। এরপর স্যার ক্রিক এলাকার লাক্কি নালায় যান তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে প্রতি দীপাবলিতেই সীমান্তে সেনা-জওয়ানদের সঙ্গে কাটাতে ভালোবাসেন মোদি। এর আগে, জম্মু কাশ্মির, অরুণাচল, রাজস্থান, হিমাচল সীমান্তে সেনাদের সঙ্গে দীপাবলি উৎসবে অংশ নিতে দেখা গেছে তাকে। এবারই প্রথম ‘বিতর্কিত’ স্যর ক্রিক এলাকায় দীপাবলি কাটালেন তিনি।
সিন্ধু নদের বদ্বীপে তৈরি হয়েছে প্রায় ৯৬ কিলোমিটার দীর্ঘ স্যর ক্রিক। অঞ্চলটি ভারত-পাকিস্তানের মধ্যে অবস্থিত একটি বিতর্কিত ভূখণ্ড। কচ্ছের রণের পশ্চিমে অবস্থিত নালা ও জলাভূমি এলাকা পাকিস্তানের সিন্ধ প্রদেশ থেকে আলাদা করে রেখেছে গুজরাটকে। এই অঞ্চলে নজরদারির দায়িত্বে রয়েছে বিএসএফের বিশেষ বাহিনী ‘ক্রিক ক্রোকোডাইল’। ১৯৯৯ সালে স্যর ক্রিক এলাকাতেই অনুপ্রবেশকারী পাক নজরদার বিমানকে ধ্বংস করেছিল ভারতীয় বিমানবাহিনী। ওই ঘটনায় ১৬ জন পাকসেনা নিহত হন।
বিডি প্রতিদিন/ইই