বর্তমানে ইসরায়েলের সঙ্গে তীব্র উত্তেজনা বিরাজ করছে ইরানের। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে এই উত্তেজনা এরই মধ্যে চরমে পৌঁছেছে। এমতাবস্থায় রাশিয়ার সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ইরান। চুক্তিটি হবে উত্তর কোরিয়া স্টাইলে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়া ও ইরান খুব শিগগিরই একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করবে। এতে প্রতিরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্য দিয়ে দুই দেশের রাজনৈতিক ও সামরিক সম্পর্ক আরও গভীর হবে।
বৃহস্পতিবার বেলারুশে ইউরেশীয় নিরাপত্তা সম্মেলনে ল্যাভরভ এসব কথা বলেন।
তিনি বলেন, খুব শিগগিরই চুক্তিটি স্বাক্ষরের জন্য প্রস্তুত করা হবে। এটি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি এবং নিরাপত্তার জন্য ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার ব্যাপারে উভয়পক্ষের স্বার্থ নিশ্চিত করবে।
রুশ সংবাদমাধ্যম মস্কো টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, গত সপ্তাহে রাশিয়ান আইন প্রণেতারা উত্তর কোরিয়ার সঙ্গে অনুরূপ একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদন করেছে।
এরপরই বিশ্ব গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হচ্ছে যে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে সহায়তা করতে হাজার হাজার সৈন্য পাঠিয়েছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখন জানিয়েছিলেন, চুক্তিতে একটি অনুচ্ছেদ রয়েছে, যার মাধ্যমে চুক্তিতে স্বাক্ষরকারী যেকোনও এক পক্ষের বিরুদ্ধে কেউ আগ্রাসন চালালে অপর পক্ষ তাকে সহায়তা করবে। সূত্র: মস্কো টাইমস, রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ