ভারত ও চীন সীমান্তরক্ষীরা দীপাবলি উপলক্ষে নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন। বৃহস্পতিবার প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) পাঁচটি পয়েন্টে এই মিষ্টি বিতরণ করা হয়। পূর্ব লাদাখের ডেপস্যাং ও ডেমচকে ভারত ও চীনের সেনাবাহিনী মুখোমুখি অবস্থান থেকে সরে আসার একদিন পর এই মিষ্টি বিতরণ করা হলো।
স্যাটেলাইটের ছবিতে সেনা সদস্য সরানোর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এনডিটিভি আজ সেই ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, ডেপস্যাংয়ের এক স্থানে ১১ অক্টোবর চীনা বাহিনীর যে অবস্থান ছিল, ২৫ অক্টোবর তা নেই। অর্থাৎ চুক্তি অনুযায়ী চীনা বাহিনী তা সরিয়ে নিয়েছে।
এর আগে, গত ২১ অক্টোবর দুই দেশ পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় সেনা অবস্থান নিয়ে চুক্তির কথা ঘোষণা করে। ভারত ওই বোঝাপড়াকে ‘চুক্তি’ বললেও চীন অবশ্য তা ‘গুরুত্বপূর্ণ বোঝাপড়া’ বলে অভিহিত করেছিল। তখনই বলা হয়েছিল, এক সপ্তাহের মধ্যে ডেপস্যাং ও ডেমচকে সেনাবাহিনীর ‘ডিসএনগেজমেন্ট’ বা বিচ্ছিন্নকরণ হয়ে যাবে।
সূত্র অনুযায়ী, এটা হলো দুই দেশের বাহিনীর ২০২০ সালের পূর্ববর্তী অবস্থানে ফিরে যাওয়ার প্রক্রিয়া। চার বছর ধরে ভারত এই কথাই বারবার বলে এসেছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) চার বছর আগের স্থিতাবস্থায় না যেতে পারলে দুই দেশের সম্পর্ক আগের মতো স্বাভাবিক হবে না।
ভারতের সেনা সূত্র জানিয়েছে, সেনা সদস্যদের সরানো হয়েছে কি না তা যাচাইয়ের কাজ দুই পক্ষই চালিয়ে যাচ্ছে। সেই বিষয়ে নিশ্চিত হলেই দুই বাহিনী টহল দেওয়া শুরু করবে। দুই দেশের সেনা কমান্ডাররা টহলদারির বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সূত্র : এনডিটিভি।
বিডি-প্রতিদিন/শআ