শত ব্যস্ততার মধ্যেও এই সময়টা নিজের জন্যই রাখেন তিনি। রাজ্যের প্রশাসনিক প্রধান হয়েও ব্যস্ত সময়ের মধ্যে থেকে একটু সময় বের করে এবছরও দক্ষিণ কলকাতার কালীঘাটে নিজের বাড়িতে কালীপূজা সারলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এবারে ৪৬ বছরে পড়ল মুখ্যমন্ত্রীর বাড়ির পূজা। কালীঘাটের বাড়িতে দলীয় কার্যালয়ের পাশেই আয়োজন করা হয় এই পূজা। পূজা উপলক্ষ্যে নানা রঙের আলোকমালায় সেজে ওঠে গোটা বাড়ি।
১৯৭৮ সালে প্রথমবার কালী পূজা হয় মমতা ব্যানার্জীর হরিশ চ্যাটার্জির বাড়িতে। সেই থেকে হয়ে আসছে শক্তির আরাধনা।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই পূজা শুরু হয়। চলে গভীর রাত পর্যন্ত। সনাতনী মতে পুরোহিত দিয়ে সমস্ত নিয়ম নীতি মেনেই পূজার কাজ সম্পন্ন হয়। সকলকে সাথে নিয়ে আরতি, অঞ্জলি দেন মমতা।
প্রতিবারের মতো এবারও মায়ের জন্য খিচুরি ভোগ নিজে হাতে তৈরি করেন তিনি। পূজার প্রস্তুতিও সবকিছুই মমতা নিজেই তদারকি করেন।
বিডি প্রতিদিন/হিমেল