লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি শুক্রবার ইসরায়েলের আক্রমণের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, এটি যুদ্ধবিরতির প্রচেষ্টার প্রতি স্পষ্ট অবজ্ঞা প্রকাশ। তিনি উল্লেখ করেন, লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি শত্রুর আক্রমণ বিস্তার, শহর ও গ্রাম খালি করার হুমকি এবং বৈরুতের দক্ষিণ অংশে বিধ্বংসী হামলা চালানো শান্তি প্রচেষ্টাকে প্রত্যাখ্যানের ইঙ্গিত বহন করছে।
মিকাতির এই বক্তব্য এমন সময় আসলো যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে লেবানন যুদ্ধের সমাধানের বিষয়ে আলোচনা করেছেন। মিকাতি আরও বলেন, ইসরায়েলের কূটনৈতিক আচরণ এবং বিবৃতিগুলো তাদের যুদ্ধবিরতির অনীহা স্পষ্ট করেছে।
সেপ্টেম্বর ২৩ থেকে লেবাননে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে অন্তত ১,৮২৯ জন নিহত হয়েছে বলে জানা গেছে। বুধবার মিকাতি জানান, মার্কিন প্রতিনিধি আমোস হচস্টেইন তাকে আশ্বাস দিয়েছেন, আগামী নভেম্বরের ৫ তারিখের আগে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের শান্তিচুক্তি সম্ভব হতে পারে।
তবে, বৃহস্পতিবার নেতানিয়াহু মার্কিন প্রতিনিধি হচস্টেইন ও ব্রেট ম্যাকগার্ককে জানিয়েছেন , লেবাননের সঙ্গে কোনো চুক্তি হলে তা অবশ্যই ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল