ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিক জামশিদ শারমাহদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের প্রতিক্রিয়ায় তিনটি ইরানি কনস্যুলেট বন্ধ করে দিচ্ছে জার্মানি।
গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে জার্মান সরকার। এই মৃত্যুদণ্ডকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন।
সিদ্ধান্ত অনুযায়ী ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ এবং মিউনিখে ইরানের কনস্যুলেট বন্ধ হয়ে যাবে। তবে বার্লিনের দূতাবাসের কার্যক্রম ইরান চালাতে পারবে। এ কারণে বার্লিনের বাইরে বসবাসরত ইরানি প্রবাসীদের দুর্ভোগে পড়তে হবে।
এর আগে গত সোমবার শারমাহদের মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণার পরপরই তাৎক্ষণিকভাবে কূটনৈতিক প্রতিবাদস্বরূপ কূটনীতিকদের বহিষ্কৃত করে জার্মানি।
ইরানি সংবাদমাধ্যমের মতে, ৬৯ বছর বয়সী শারমাহদকে গত বছরের ফেব্রুয়ারিতে ‘পৃথিবীতে অশান্তি সৃষ্টির’ অভিযোগে মৃত্যুদণ্ড প্রদান করা হয় হয়। পরবর্তীতে ইরানি সুপ্রিম কোর্টও এ সাজা নিশ্চিত করেন। অভিযুক্ত ২০০৮ সালে সিরাজ শহরের একটি মসজিদে বোমা হামলার সঙ্গে যুক্ত থাকার জন্য দণ্ডিত হন, যেখানে ১৪ জন নিহত ও ৩০০ জন আহত হয়।
সূত্র : এপি।
বিডি-প্রতিদিন/বাজিত