ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সম্ভাবনার বিষয়টি পরীক্ষা করে দেখছে জাপান। দেশটির ফিলিস্তিন বিষয়ক রাষ্ট্রদূত ইয়োচি নাকাশিমা এ কথা বলেছেন।
ফিলিস্তিনের সরকারি ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
নাকাশিমা এক সাক্ষাৎকারে বলেছেন, “আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চিত যে দুটি রাষ্ট্র, ফিলিস্তিন এবং ইসরায়েলের অস্তিত্ব ছাড়া কোনও সমাধান নেই।”
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার ইউএনআরডব্লিউএ-এর অন্যতম বড় দাতা দেশ জাপান। এ বিষয়ে নাকাশিমা বলেছেন, জাপান ফিলিস্তিনি জনগণের জন্য জাতিসংঘ সংস্থার কাজ এবং এর ত্রাণ কার্যক্রমকে সমর্থন করার জন্য অংশীদার দেশগুলোর সাথে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাষ্ট্রদূত আরও বলেন, “ফিলিস্তিনে হত্যা ও ধ্বংসযজ্ঞের দৃশ্য জাপানিদের হৃদয় স্পর্শ করেছে। কারণ তারা অতীতে যুদ্ধের শিকার হয়েছে।” সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ