রাশিয়া ইরানের দুটি স্যাটেলাইট কোসর ও হুদহুদ উৎক্ষেপণ করতে যাচ্ছে। মঙ্গলবার রাশিয়ার সোয়ুজ রকেটের মাধ্যমে এই স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে ৫০০ কিলোমিটার দূরত্বে কক্ষপথে স্থাপন করা হবে বলে জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জলালি।
ইরান-রাশিয়ার বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও উন্নত করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ইরানের বেসরকারি মহাকাশ খাতের উল্লেখযোগ্য প্রচেষ্টা হিসেবে স্যাটেলাইট দুটি নির্মাণ করা হয়েছে। কোসর স্যাটেলাইটটি উচ্চ-রেজোলিউশনের ছবি ধারণ করতে সক্ষম এবং হুদহুদ ছোট আকারের যোগাযোগ স্যাটেলাইট হিসেবে কাজ করবে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম গত মাসে এই স্যাটেলাইটগুলোর ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইরানের গবেষণামূলক স্যাটেলাইট পার্স-১ মহাকাশে প্রেরণ করেছিল। এই স্যাটেলাইটটিও সোয়ুজ রকেটের মাধ্যমে রাশিয়ার ভোস্টোচনি কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয়।
ইরান ও রাশিয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অধীনে থাকলেও তাদের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রেখেছে। এই স্যাটেলাইট উৎক্ষেপণ কার্যক্রমের মাধ্যমে সেটা আরও সুদৃঢ় হবে বলে বিশেষজ্ঞরা মত প্রদান করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল