যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। দেশটির ৫০টি অঙ্গরাজ্যে স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
ভোট শুরু হতেই ভোটারদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন প্রধান দুই দলের প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প।
এক্স পোস্টে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা লেখেন, “আমেরিকা, এটা আপনাদের আওয়াজ তোলার মুহূর্ত।”
অন্যদিকে, নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “এটা বেরিয়ে আসার ও ভোট দেওয়ার সময়। আমরা একসঙ্গে—আমেরিকাকে আবার মহান করতে পারব!”
বিডি প্রতিদিন/একেএ