লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর রকেট হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বুধবার উত্তর ইসরায়েলে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এতে এরিয়েল সোসনভ নামের ওই সেনা সদস্য নিহত হন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর টাইমস অব ইসরায়েলের।
নিহত এরিয়েল জেরুজালেম থেকে ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে নিযুক্ত ছিলেন। তার মৃত্যুর মাধ্যমে ২০২৩ সালের অক্টোবর থেকে হিজবুল্লাহর সঙ্গে শুরু হওয়া লড়াইয়ে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। ইসরায়েল বাহিনী বলছে, দেশটির আভিভিমের সীমান্তে প্রায় ৫০টি রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এতে এরিয়েল সোসনভ নিহত এবং অপর তিন সেনা সদস্য আহত হয়েছেন।
এদিকে, বৃহস্পতিবার ভোরে বেশ কয়েকটি ইসরায়েলি বিমান বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লাহর ঘাঁটিতে আঘাত হেনেছে। এগুলোর মধ্যে একটি লেবাননের আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন স্থানে আঘাত হানে। তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর বা কীসে আঘাত হেনেছে, তা বিস্তারিত জানা যায়নি। লেবাননের আল জাদেদ টিভি জানিয়েছে, বৃহস্পতিবার সেখানে অন্তত চারটি হামলা হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পূর্ব লেবাননের বেকা উপত্যকা এবং বালবেক শহরের এলাকায় বিমান বোমা হামলায় ৪০ জন নিহত এবং ৫৩ জন আহত হওয়ার পর ইসরাইল রাতারাতি বৈরুতে বোমা বর্ষণ করেছে। এর আগে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধে দেশটিতে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। হতাহতদের মধ্যে বেসামরিক মানুষ এবং যোদ্ধারাও রয়েছে। তবে ইসরায়েলি বাহিনীর দাবি সংঘর্ষে প্রায় তিন হাজার হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন।
বিডি-প্রতিদিন/শআ