উত্তেজনা বাড়িয়ে এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বড় পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে দক্ষিণ কোরিয়া। জানা গেছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ইঙ্গিত দিয়েছে দক্ষিণ কোরিয়া। রাশিয়ায় উত্তর কোরীয় সেনা মোতায়েনের খবরের পর এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। খবর আল জাজিরার।
ইউন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতে পিয়ংইয়ং-এর সম্পৃক্ততা সিউলের জন্য হুমকির। কারণ দেশটির সেনারা ময়দানে সম্মুখ যুদ্ধের অভিজ্ঞতা পাচ্ছে, যা এতদিন তাদের অভাব ছিল। বিনিময়ে মস্কো উত্তর কোরিয়াকে সংবেদনশীল সামরিক প্রযুক্তি দিচ্ছে।
দক্ষিণ কোরিয়া অস্ত্র রফতানিকারক দেশ হলেও তারা দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ দেশগুলোকে অস্ত্র না দেয়ার নীতি মেনে আসছে। কিন্তু এখন কেন ইউক্রেনকে অস্ত্র দেয়ার ভাবনা? ইউন বলেন, বিষয়টি এখন উত্তর কোরিয়ার উপর নির্ভর করছে। এই সংঘাতে তারা কতটুকু সম্পৃক্ত হচ্ছে বা হবে তার ওপর ভিত্তি করে আমরা পর্যায়ক্রমে ইউক্রেনকে আমাদের সমর্থন কৌশল ধীরে ধীরে সামঞ্জস্য করব। এর মানে আমরা অস্ত্র সরবরাহের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না।’
তিনি বলেন, উত্তর কোরিয়ার বিষয়টি তিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে আলোচনা করেছেন। এ নিয়ে অদূর ভবিষ্যতেই আরও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বেশ সোচ্চার এবং রাশিয়ার গুরুত্বপূর্ণ সমর্থক হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে পিয়ংইয়ংকে ইউক্রেনে ব্যবহারের জন্য মস্কোকে আর্টিলারি শেল ও ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ করে আসছে।
সম্প্রতি সিউল, ওয়াশিংটন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর গোয়েন্দারা জানান, উত্তর কোরিয়া রাশিয়ায় প্রায় ১০ হাজার সেনা পাঠিয়েছে। ইউন জানান, তার প্রশাসন রাশিয়ায় উত্তর কোরীয় সেনাদের উপস্থিতির ওপর নজরদারি অব্যাহত রাখবে এবং পরিস্থিতি বিবেচনায় ইউক্রেনে অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নেবেন।
বিডি-প্রতিদিন/শআ