৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ আগে রিপাবলিকান প্রার্থী ও নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের মাটিতে একটি হত্যা চেষ্টার ঘটনা ঘটে। এই ঘটনার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। তবে একে `ভিত্তিহীন' বলছে ইরান। তেহরান পরিষ্কারভাবে এই অভিযোগ অস্বীকার করেছে।
আজ শনিবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই অভিযোগগুালোকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন এবং অপ্রমাণিত’ বলে প্রত্যাখ্যান করেছেন। মার্কিন বিচার বিভাগ মঙ্গলবারের নির্বাচনের আগে ট্রাম্পকে হত্যা করার জন্য ইরানের মদদপুষ্ট একটি চক্রান্তের বিশদ বিবরণসহ ফৌজদারি অভিযোগ প্রকাশ করে।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার কথিত ইরানি ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে এক আফগান নাগরিকের বিরুদ্ধে। গতকাল শুক্রবার দেশটির বিচার বিভাগ ফরহাদ শাকেরির (৫১) বিরুদ্ধে অভিযোগ আনে যে, তাকে ট্রাম্পকে হত্যার জন্য ‘একটি পরিকল্পনা বাস্তবায়নের’ দায়িত্ব দেওয়া হয়েছিল।
বলা হয়েছে, অভিযুক্ত ৫১ বছর বয়সি ফরহাদ শাকেরি একজন আফগান নাগরিক। ইরান তাকে নিয়োগ করেছিল। শুক্রবার বিচার বিভাগ অভিযোগ করেছে, ট্রাম্পকে হত্যা করার ‘একটি পরিকল্পনা প্রদান’ করার দায়িত্ব দেওয়া হয়েছিল ফরহাদকে। এতে আরো বলা হয়েছে, এখনো পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়নি এবং ধারণা করা হচ্ছে তিনি ইরানে রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, ম্যানহাটনের আদালতে দায়ের করা একটি ফৌজদারি আদালতে প্রসিকিউটররা অভিযোগ করেছেন, ইরানের বিপ্লবী গার্ডের একজন কর্মকর্তা সেপ্টেম্বরে শাকেরিকে ট্রাম্পের উপর নজরদারি ও হত্যার পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছিলেন।
ইরানের পক্ষ থেকে বাঘাই বলেছেন, এ মোড়কে এই ধরনের দাবির পুনরাবৃত্তি ‘ইহুদিবাদী এবং ইরান-বিরোধী শক্তিগুলোর’ একটি বিদ্বেষপূর্ণ ষড়যন্ত্র; যা যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমস্যাগুলোকে আরও জটিল পর্যায়ে নিয়ে যাবে।
বিডি প্রতিদিন/নাজমুল