মেক্সিকোর কেন্দ্রীয় শহর কেরেটারোর একটি বারে সন্ত্রাসীদের হামলায় ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় নিরাপত্তা বিভাগের প্রধান হুয়ান লুইস ফেরুস্কা এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার কেরেটারোর ঐতিহাসিক এলাকার লস কান্তারিতোস বারে এ হামলা চালানো হয়।
ফেরুস্কা জানান, চারজন বন্দুকধারী একটি পিকআপ ট্রাকে করে এসে বারের ভেতরে গুলি চালায়। ঘটনাস্থলে জরুরি সেবা সংস্থাগুলো উপস্থিত হলে সেখানে অন্তত ১০ জনের মৃতদেহ এবং সাতজনের আহত হওয়ার তথ্য পাওয়া যায়।
অভিযানের সময় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং হামলার জন্য ব্যবহৃত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। গাড়িটিকে পরে পুড়িয়ে ফেলা হয় বলে জানান ফেরুস্কা।
কেরেটারোকে সাধারণত মেক্সিকোর তুলনামূলক নিরাপদ শহরগুলোর মধ্যে একটি ধরা হয়। তবে মাদক পাচার ও অপরাধী চক্রের সহিংসতার ফলে দেশজুড়ে সহিংসতা বেড়ে চলেছে। ২০০৬ সাল থেকে মেক্সিকোতে ৪ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল