লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আগামী সপ্তাহে বার্ষিক ক্রিসমাস ক্যারোল আয়োজন করা হবে। এর আয়োজক ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। এ উপলক্ষে অতিথিদের ভালোবাসার বার্তা দিয়েছেন তিনি। ব্রিটিশ রাজবধূর বার্তা, “ভীতি নয়, ভালোবাসার দিকে মোড় ঘোরান।”
অতিথিদের উদ্দেশে কেট লিখেছেন, “ভালোবাসা হলো সবচেয়ে বড় উপহার, যা মানুষ একে অপরকে দিতে পারে।”
চতুর্থবারের মতো ৬ ডিসেম্বরের ক্যারল কনসার্ট আয়োজন করছেন কেট। দীর্ঘদিন ক্যান্সারের চিকিৎসা করানোর পর তিনি আবার কাজে ফিরেছেন। ব্রিটিশ রাজপরিবারের দায়িত্ব হিসেবে তিনি এ ক্যারল কনসার্ট আয়োজন করছেন। এ উপলক্ষে তিনি ১ হাজার ৬০০ অতিথিকে চিঠি দেন। এ চিঠিতে থিম হিসেবে তিনি ভালোবাসাকেই বেছে নিয়েছেন। একই সঙ্গে তিনি সহমর্মিতার বিষয়টিকেও তুলে ধরেছেন। এর আগেও তিনি নিজের স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন বিবৃতিতে ভালোবাসা আর সহমর্মিতার কথাও বেশি বেশি বলেছেন।
৪২ বছর বয়সী কেট তার চিঠিতে বলেছেন, “ক্রিসমাস শুধু একবার উদযাপনের সময় নয়, এটি দৈনন্দিন জীবনের চাপ মুক্তিরও একটি পথ। মানুষের মধ্যে নানা রকমের ভিন্নতা সত্ত্বেও মানুষের এক অপরকে কতটা প্রয়োজন, সে বিষয়টিরই প্রতিফলন ক্রিসমাস।”
কেট আরও লিখেছেন, “সবকিছুর বাইরেও এটি আমাদের ভীতির বদলে ভালোবাসার দিকে মোড় ঘোরাতে উৎসাহ দেয়।”
চলতি বছরের জানুয়ারিতে কেটের তলপেটে বড় ধরনের অস্ত্রোপচার হয়। সে সময় তার ক্যানসার ধরা পড়ে। পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে প্রতিরোধমূলক কেমোথেরাপি দেওয়া হয়। কেটের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনা ব্রিটিশ রাজপরিবারে বড় ধরনের দুঃসংবাদ হয়ে দেখা দেয়। রাজা চার্লসও ক্যান্সারে আক্রান্ত। সূত্র: বিবিসি, রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ
 
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        