ভারতের তামিলনাড়ু রাজ্যের বিভিন্ন স্থানে ষাঁড় বশে আনার খেলা বা জাল্লিকাট্টু প্রতিযোগিতায় ছয় দর্শকসহ অন্তত ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে চার শতাধিক মানুষ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দু’টি ষাঁড়েরও মৃত্যু হয়েছে।
মাদুরাইয়ের আলাঙ্গানাল্লুরে প্রতিযোগিতার সময় ষাঁড়ের গুঁতোয় আহত হন এক দর্শক। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। শিবগঙ্গায় মৃত্যু হয়েছে এক দর্শক, ষাঁড়ের মালিক এবং একটি ষাঁড়ের ।
অন্য দিকে, কারুরে ৬৬ বছর বয়সী এক দর্শক ষাঁড়ের গুঁতোয় বুকে গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ছাড়াও পৃথক পৃথক ঘটনায় পুডুকোট্টাই-সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। ১৬ জানুয়ারি কান্নুম পোঙ্গল দিবস উপলক্ষে মাদুরাইয়ে জাল্লাকাট্টু পালিত হয়। সেই প্রতিযোগিতা দেখতে এসে ৭০ জন দর্শক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের মধ্যে কয়েক জনের আবস্থা আশঙ্কাজনক।
পুডুকোট্টাই জেলায় এই প্রতিযোগিতার সময় প্রতিযোগী-সহ দশ জনেরও বেশি আহত হন। অন্য দিকে, ওই জেলারই আরও এক প্রান্তে ১৯ জন আহত হয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর।
বিডি প্রতিদিন/নাজমুল