হোয়াইট হাউসের ওভাল অফিসের একটি অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে দেওয়া হয়নি বার্তাসংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) সাংবাদিককে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ মেনে সংস্থাটি তাদের সব লেখায় মেক্সিকো উপসাগরের নাম বদলে 'গালফ অব আমেরিকা' না করাতেই এই শাস্তি দেয়া হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) এপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এপি জানিয়েছে, মেক্সিকো উপসাগরের জন্য তাদের স্টাইলবুক এন্ট্রি "আমেরিকা উপসাগর" পরিবর্তন না করায় তাদেরকে অবরুদ্ধ করা হয়েছে।
বুধবার বিকেলে আবারও একই ঘটনা ঘটেছে। ট্রাম্পের জাতীয় গোয়েন্দা বিভাগের নতুন পরিচালক তুলসি গ্যাবার্ডের শপথ গ্রহণ অনুষ্ঠানে এপি প্রতিবেদককে নিষিদ্ধ করা হয়েছিল।
নিউজওয়্যারের নির্বাহী সম্পাদক জুলি পেস তাৎক্ষণিকভাবে এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। বুধবার হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি ওয়াইলসকে লেখা একটি ফলোআপ চিঠিতে, তিনি সম্ভাব্য আইনি চ্যালেঞ্জের ইঙ্গিত দিয়েছেন।
পেস লিখেছেন, এই পদক্ষেপগুলি স্পষ্টতই এপিকে তার বক্তৃতার বিষয়বস্তুর জন্য শাস্তি দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছিল। তিনি আরও বলেছেন, এপি তার সাংবিধানিক অধিকারগুলিকে জোরালোভাবে রক্ষা করতে এবং তাদের সরকার এবং নির্বাচিত কর্মকর্তাদের স্বাধীন সংবাদ কভারেজের জনগণের অধিকার লঙ্ঘনের প্রতিবাদ করতে প্রস্তুত।
বুধবার বিকেলের ব্রিফিংয়ে, প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট পরামর্শ দিয়েছিলেন যে নিষেধাজ্ঞাটি বহাল থাকতে পারে। তিনি বলেন, ওভাল অফিসে কে যেতে পারবে তা নির্ধারণ করার অধিকার আমাদের আছে।
তবে ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম প্রকাশ করেনি এপি। খবরে বলা হয়েছে, তিনি মঙ্গলবার বিকেলে যথারীতি হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে প্রবেশ করার চেষ্টা করলে তাকে বাধা দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এপিকে হুঁশিয়ারি দেনে যে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ মেনে মেক্সিকো উপসাগরের নাম এখন থেকে গালফ অব মেক্সিকোর বদলে গালফ অব আমেরিকা লিখতে হবে।
এপির সম্পাদকীয় নীতি অনুসারে এখনো গালফ অব মেক্সিকোই লেখা হচ্ছে এবং এভাবে বার্তা সংস্থাটিকে অন্য কিছু লিখতে বাধ্য করা 'সাংবিধানিক অধিকারের' লঙ্ঘন হতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/নাজমুল