এশিয়ার চির বৈরী দুই দেশ পাকিস্তান ও ভারত। ১৯৪৭ সালে দেশ ভাগের পর থেকেই তাদের এই ‘সাপে-নেউলে’ সম্পর্ক বিদ্যমান। তখন থেকেই কাশ্মীর ইস্যুতে সবচেয়ে বেশি সরাসরি যুদ্ধে জড়িয়েছে এই দুই দেশ।
চলুন জেনে নেওয়া যাক বিভিন্ন সময়ে পাকিস্তান ও ভারতের যুদ্ধ ও সংঘর্ষে জড়ানোর কারণ।
দেশভাগের মাত্র কয়েক মাস পরেই প্রথম সংঘর্ষ শুরু হয়। যা ১৯৪৯ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়।
কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে সীমান্ত লঙ্ঘন, গেরিলা অনুপ্রবেশ ও পূর্ণমাত্রার যুদ্ধ হয়েছিল ১৯৬৫ সালে। যুদ্ধ স্থায়ী হয় প্রায় এক মাস। এতে কোনওপক্ষই স্পষ্ট জয় পায়নি। উভয় দেশই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এবং রাশিয়ার মধ্যস্থতায় তাসখন্দ চুক্তির মাধ্যমে যুদ্ধটি শেষ হয়।
১৯৭১ সালেও যুদ্ধে জড়ায় ভারত ও পাকিস্তান। এরপর ১৯৯৯ সালের কার্গিল সংঘাতে পাকিস্তানি সেনারা ভারত-শাসিত কাশ্মীরে অনুপ্রবেশ করেছিল; এটি ছিল পারমাণবিক অস্ত্রধারী প্রতিদ্বন্দ্বীদের মধ্যে প্রথম সংঘর্ষ, যা বিশ্বব্যাপী উদ্বেগের জন্ম দেয়।
সাম্প্রতিক বছরগুলোতে, জঙ্গি হামলার পর উত্তেজনা বেড়েছে। ২০১৬ সালে ভারত প্রথম ‘সার্জিক্যাল স্ট্রাইক’ শুরু করে। তাদের সর্বশেষ হামলাটি হয় ২০১৬ সালে।
ওই বছর উরিতে সশস্ত্র যোদ্ধাদের হামলায় ১৭ ভারতীয় সেনা নিহত হওয়ার পর সীমান্ত পার হয়ে ‘লঞ্চ প্যাড’ নামে ওই হামলা চালায় নয়াদিল্লি। ওই সময় নয়াদিল্লি অভিযোগ করে, হামলাকারীরা নতুন করে আক্রমণের ছক কষছিল।
অভিযানের পর ভারতের তৎকালীন সেনাবাহিনীর ডিরেক্টর-জেনারেল লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং এক বিবৃতিতে বলেছিলেন, “হামলাকারীরা যেন ভারতীয় নাগরিকদের ক্ষতি করার সুযোগ না পায়, সেজন্য এ হামলা চালানো হয়েছে।”
পাকিস্তান তাদের নিজস্ব বিমান আক্রমণের মাধ্যমে প্রতিক্রিয়া জানায়, যা কার্গিলের পর থেকে সবচেয়ে বিপজ্জনক উত্তেজনার একটি।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে দেশটির ৪০ আধা-সামরিক সেনাকে হত্যা করেন এক আত্মঘাতী বোমা হামলাকারী।
ভারতের জাতীয় নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ওই হামলা হয়। হামলার দায় স্বীকার করে নেয় পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী জয়শ-ই-মুহাম্মদ।
ওই সময় তীব্র ক্ষোভের মধ্যে পড়ে পাকিস্তান-শাসিত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী।
হামলার পর নয়াদিল্লি দাবি করে, তারা ‘সন্ত্রাসীদের’ আস্তানায় আঘাত হেনেছে এবং কয়েক ডজন ব্যক্তিকে হত্যা করেছে।
পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, ভারতের যুদ্ধবিমান একটা বনাঞ্চলে আঘাত হেনেছে এবং এতে কারও মৃত্যু হয়নি।
ইসলামাবাদ দাবি করে, তাদের যুদ্ধবিমান ভারতের বিমানকে ধাওয়া দিয়ে নিয়ন্ত্রণ রেখায় ফিরে যেতে বাধ্য করে।
এ ঘটনার একদিন পর ভারত ও পাকিস্তানের যুদ্ধবিমান ফের সংঘর্ষে লিপ্ত হয়, যার সমাপ্তি ঘটে পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় একটি বিমান ভূপাতিত হওয়ার মধ্য দিয়ে। ওই সময় ভারতীয় এক পাইলট আটক হন এবং কয়েক দিন পর দেশে ফেরেন।
গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটক হত্যার ঘটনা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে শুরু হয় অস্থিরতা। এর মাঝেই মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান-শাসিত কাশ্মীর ও পাঞ্জাবের সীমান্ত এলাকায় ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/একেএ