মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে ১ লাখ ২০ কোটি ডলারের অর্থনৈতিক লেনদেন হবে বলে আশা করা হচ্ছে। হোয়াইট হাউস এই তথ্য নিশ্চিত করেছে।
সৌদি আরব সফর শেষে ট্রাম্প বুধবার কাতারে পৌঁছান। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর দোহায় ট্রাম্প ও শেখ তামিমের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর দুই নেতা এই যুগান্তকারী চুক্তির ঘোষণা দেন।
চুক্তির মধ্যে রয়েছে প্রতিরক্ষা চুক্তি এবং কাতার এয়ারওয়েজ কর্তৃক শতাধিক বোয়িং বিমান ক্রয়। ৯ হাজার ৬০০ কোটি ডলারের চুক্তিতে কাতার এয়ারওয়েজ ২১০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ও ৭৭৭ এক্স সিরিজের বিমান কেনার পরিকল্পনা করেছে। এছাড়াও, কাতারের আল উদিদ বিমান ঘাঁটি এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় ৩ হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগের একটি ইচ্ছাপত্র স্বাক্ষরিত হয়েছে।
শেখ তামিম বলেন, ট্রাম্পের এই সফরের মাধ্যমে দোহা ও ওয়াশিংটনের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।
ট্রাম্প প্রথমে ১৬০টি জেট বিমান কেনার কথা বললেও হোয়াইট হাউস পরে ২১০টি বিমান কেনার কথা জানায়, যার আনুমানিক মূল্য ৯ হাজার ৬০০ কোটি ডলার।
এদিকে, সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করতে মার্কিন, তুর্কি ও সিরীয় কর্মকর্তারা বৃহস্পতিবার বৈঠকে বসবেন।
ট্রাম্পের মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরের শেষ গন্তব্য সংযুক্ত আরব আমিরাত।
বিডি প্রতিদিন/নাজমুল