আবারও ইসরায়েলি বিমানবন্দরে হামলা করেছে হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটি জানিয়েছে, প্যালেস্টাইন ২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় তারা।
হুথির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে।
সারি বলেছেন, সামরিক অভিযান সফল হয়েছে। দখলদার ইসরায়েলিরা আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিমানবন্দর কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
সারি বলেন, আমাদের অভিযান চলমান রয়েছে এবং গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।
মঙ্গলবার ভোরে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় এই হামলার ফলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল