ইসরায়েলি বাহিনী গাজায় তাদের আরও এক সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বাহিনীটি মঙ্গলবার আশকেলনের ৩৬ বছর বয়সী রিজার্ভ স্টাফ সার্জেন্ট ভ্লাদিমির লোজার মৃত্যুর কথা স্বীকার করেছে। তিনি ৫ম ব্রিগেডের ৭০২০ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। দক্ষিণ গাজা উপত্যকার রাফায় যুদ্ধের সময় নিহত হন।
প্রাথমিক আইডিএফের তদন্তে দেখা গেছে, রাফায় অভিযানের সময় একটি ভবন ধসে লোজা নিহত হন। সামরিক বাহিনী সন্দেহ করছে যে পূর্বে স্থাপন করা বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণের ফলে এই ধসের ঘটনা ঘটেছে।
সোমবার ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গাজা উপত্যকায় একজন সেনা নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। যদিও ঘটনার পরিস্থিতি বা প্রকৃতি সম্পর্কে আরও কোনও বিবরণ দেওয়া হয়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি বাহিনী গাজায় বড় ধরনের ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছে। বিশেষ করে গাজা উপত্যকার দক্ষিণ অংশে স্থল অভিযানে যাওয়া ইসরায়েলি সেনারা বেশি ক্ষয়ক্ষতির স্বীকার হচ্ছে। ক্রমবর্ধমান মানবিক ও মানসিক আঘাতের বিষয়ে সতর্ক করেছেন, বিশেষ করে সবচেয়ে তীব্র যুদ্ধক্ষেত্রে।
বিডি প্রতিদিন/নাজমুল