ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল পুরো গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে চায়। তিনি বলেছেন, হামাসের প্রভাবমুক্ত একটি ভবিষ্যৎ বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার জন্য ইসরায়েল গাজা দখল করতে চায়।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
নেতানিয়াহু বলেন,‘ “আমরা গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাই, যাতে আমাদের নিরাপত্তা নিশ্চিত হয়। হামাসকে নির্মূল করে সেখানে এমন এক বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করতে চাই যারা ইসরায়েলের ধ্বংস চায় না।”
স্থায়ীভাবে গাজা শাসন করা তাদের উদ্দেশ্য নয় বলেও জানান তিনি।
নেতানিয়াহু বলেন, ‘আমরা এটি নিজেদের কাছে রাখতে চাই না। তবে আমরা একটি নিরাপত্তা বলয় তৈরি করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমরা শাসক হিসেবে সেখানে থাকতে চাই না। আমরা এটিকে এমন আরব বাহিনীর হাতে তুলে দিতে চাই যারা আমাদের হুমকি না দিয়ে এটি সঠিকভাবে পরিচালনা করবে এবং গাজার জনগণকে একটি ভালো জীবন দেবে।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজিম