চিলির বন্দরনগরী ভালপারাইসোতে দাবানলে এ পর্যন্ত অন্তত ১১ জন নিহত হয়েছেন। এতে প্রায় ৫শ ঘরবাড়ি পুড়ে গেছে।
দাবানলের ঘটনায় হাজার হাজার মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এরমধ্যে কারাগারে থাকা ২শ নারীও রয়েছেন। এতে প্রায় ৫ হাজার মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছেন।
শহরটির ভৌগোলিক অবস্থানের কারণে অগ্নিনির্বাপণ কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। শহরটি চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ১২০ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত।
দেশটির প্রেসিডেন্ট মিশেল বাখলেট ভালপারাইসো শহরকে দুর্যোগপূর্ণ এলাকা বলে ঘোষণা করেছেন। আগুন ও ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত এই এলাকার মানুষকে সরিয়ে নিতে সেনাবাহিনীও কাজ করছে।
এদিকে, এই ঘটনাকে নিজের দেখা সবচেয়ে বাজে দুর্যোগ বলে অভিহিত করেছেন আঞ্চলিক গভর্নর রিকার্ডো ব্রাভো। তিনি বলেন, ‘শহরের ভেতরের দিকে আগুন ছড়িয়ে পড়ে কিনা আমাদের ভয় এখন সেখানে। আর তাহলে হয়ত বিপর্যয় আরও গুরুতর হবে।’
শহরের একপাশের পাহাড়ি এলাকায় শনিবার বিকেলে আগুন লাগে। তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। রবিবার সকালের দিকে আকাশ থেকে বৃষ্টির মতো গরম ছাই পড়তে থাকলে ওই এলাকার মানুষ তীব্র শ্বাসকষ্টের সমস্যায় পড়ে। সূত্র : এনডিটিভি।