মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
অন্য খবর

মহাকাশে জিনিয়া ফোটাল নাসা

আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র (ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সংক্ষেপে আইএসএস)-এ উদ্ভিদের জন্ম দেওয়া হয়েছে অনেক আগেই। মানুষের বাসযোগ্য কৃত্রিম উপগ্রহটির ভেজ-ল্যাবে আগেও  লেটুস জাতীয় সবজি ফলানো হয়েছে। কিন্তু এই প্রথম ফুল ফুটল মহাকাশের ঘরে। আর এ খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। প্রোজেক্টটির ব্যবস্থাপক ট্রেন্ট স্মিথ জানান, জিনিয়া ফুলকে রীতিমতো কসরত করে ফলাতে হয়েছে। তিনি বলেন, ‘পরিবেশ বা সূর্যালোক, জিনিয়ার জন্য দুটোই খুব গুরুত্বপূর্ণ। আর দুটোর কোনোটাই আইএসএস-এ নেই।  এই কঠিন কাজটা করতে গিয়ে  বেশ ঝামেলার মুখেই পড়তে হয়েছিল গবেষকদের।

সর্বশেষ খবর