সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা

মার্কিন ঘাঁটি সরানোর দাবিতে জাপানে বিক্ষোভ

মার্কিন ঘাঁটি সরানোর দাবিতে জাপানে বিক্ষোভ

জাপান থেকে মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার দাবিতে দেশটির ওকিনাওয়া দ্বীপে বিক্ষোভ হয়েছে। গতকাল হাজার হাজার লোক প্লাকার্ড, ফেস্টুন হাতে এ বিক্ষোভে অংশ নেয়। গত দুই দশকের মধ্যে দ্বীপটিতে মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার দাবি উঠলেও এটাই সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ বলে গণমাধ্যম জানিয়েছে।  গত এপ্রিলে দ্বীপটিতে একজন নারী নিখোঁজ হন। পরে দক্ষিণ ওকিনাওয়ার একটি পরিত্যক্ত এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এক মার্কিন সেনাকে আটক করা হয়। এর আগে ১৯৯৬ সালে ১২ বছরের এক জাপানি স্কুলছাত্রীকে ধর্ষণ করেছিল তিন মার্কিন সেনা। ওই সময় মার্কিন সেনাদের ঘাঁটি সরিয়ে নেওয়ার দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। উল্লেখ্য, ওকিনাওয়ায় ৫০ হাজার মার্কিনি বাস করেন। এদের মধ্যে ৩০ হাজার হচ্ছেন সেনা সদস্য। বিক্ষোভকারীদের দাবি ওকিনাওয়ার মধ্যাঞ্চল থেকে মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে দুর্গম কোনো এলাকায় নিয়ে যাওয়া হোক। তবে রাজ্যের গভর্নর ওনাগা ও স্থানীয়দের দাবি দ্বীপ থেকে মার্কিন ঘাঁটি যেন পুরোপুরি সরিয়ে নেওয়া হয়। এর আগে শুক্রবার ওকিনাওয়ায় মার্কিন সামরিক ঘাঁটির বাইরে বিক্ষোভ হয়েছিল। বিবিসি।

সর্বশেষ খবর