সিরিয়ার আলেপ্পো নগরীর কাছে সোমবার ত্রাণবাহী একটি গাড়িবহরে ভয়াবহ বিমান হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস এ হামলাকে ‘ব্যাপক মানবিক বিপর্যয়’ বলে উল্লেখ করেছে। তবে হামলার কথা অস্বীকার করেছে মস্কো। এদিকে মার্কিন কর্মকর্তারা জানান, রাশিয়ার দুটি যুদ্ধবিমান এ হামলার জন্য দায়ী। রাশিয়া হামলার সঙ্গে তাদের নিজেদের বা সিরিয়ার যুদ্ধবিমানের সংশ্লিষ্টতার কথা তীব্রভাবে নাকচ করে দিয়ে বলেছে, বিমান হামলার কারণে নয়, আগুন লেগে এ ক্ষতি হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নারী মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। তিনি বলেন, ‘আমরা কিছুই করিনি।’ তবে নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, উরম আল-কুবরা শহরে যখন ত্রাণবাহী ট্রাকবহরে হামলা হয় তখন রাশিয়ার দুটি এসইউ-২৪ জঙ্গিবিমান আকাশে উড়ছিল। তারা বলেন, সিরিয়ার সেনাবাহিনীও এ হামলা চালাতে পারে। হোয়াইট হাউসের মুখপাত্র বেন রডস বলেন, হয় সিরিয়া সরকার, না হয় রাশিয়া সরকার এর জন্য দায়ী। তিনি বলেন, ‘এ ক্ষেত্রে বিমান হামলার জন্য রাশিয়া সরকার দায়ী বলে আমরা মনে করি।’ এর আগে ত্রাণবাহী ট্রাকবহরে বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র। নিহতদের মধ্যে সিরিয়া আরব রেড ক্রিসেন্টের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ও ট্রাকচালক রয়েছেন। সিরিয়ার উরম আল-কুবরা শহরের কাছে ত্রাণবহরে হামলার কথা নিশ্চিত করে জাতিসংঘ। তবে এ ব্যাপারে বিস্তারিত জানায়নি সংস্থাটি। হামলার পর সব ধরনের ত্রাণবাহী যানের বহর পাঠানো বন্ধ করে দেয় জাতিসংঘ। সিরিয়ায় রুশ-মার্কিন উদ্যোগে প্রতিষ্ঠিত অস্ত্রবিরতি শেষ হয়েছে বলে সিরীয় সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষণা আসার কয়েক ঘণ্টার মাথায় বিমান হামলার ঘটনা ঘটে। জাতিসংঘের এক মুখপাত্র জানান, ৩১টি ট্রাকের মধ্যে কমপক্ষে ১৮টি হামলার শিকার হয়েছে। কমপক্ষে ৭৮ হাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে ত্রাণ নিয়ে যাচ্ছিল এ ট্রাকগুলো। বিবিসি।
শিরোনাম
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
সিরিয়ায় ত্রাণবহরে হামলা রাশিয়া করেনি : মস্কো
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর