বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

পাকিস্তানে তালেবানবিরোধী দলের বৈঠকে হামলা নিহত ২০

পাকিস্তানের পেশোয়ার শহরে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) এক দলীয় বৈঠকে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দলটির প্রভাবশালী নেতা হারুন বিলৌ আছেন। মঙ্গলবার রাতের এ ঘটনায় আরও প্রায় ৫০ জন আহত হয়েছেন। এএনপি দলটি তালেবান বিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত। পেশোয়ারের পুলিশ প্রধান কাজি জামিল জানিয়েছেন, এএনপির নির্বাচনী বৈঠক চলাকালে এক আত্মঘাতী বোমারু সেখানে বিস্ফোরণ ঘটায়। আগামী ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় নির্বাচন। নির্বাচনের আগে এটিই প্রথম বড় ধরনের হামলা। এর দায় স্বীকার করেছে তালেবান। এর আগে দেশটির ২০১৩ সালের জাতীয় নির্বাচনের সময়ও তালেবান হামলার প্রধান লক্ষ্য ছিল এএনপি। ওই সময় এক হামলায় এএনপির জ্যেষ্ঠ নেতা বশির বিলৌর নিহত হয়েছিলেন। এবারের হামলায় তার ছেলে হারুন বিলৌর নিহত হলেন, তিনি প্রাদেশিক আইন পরিষদের একজন প্রার্থী ছিলেন। পুলিশ ধারণা করছে হারুন বিলৌকে হত্যার জন্যই এই আত্মঘাতী চালানো হয়। ডন নিউজ জানিয়েছে, বিলৌর বৈঠকস্থলে আসার পরপরই এএনপির কর্মীদের ওই বৈঠকস্থলে আত্মঘাতী বিস্ফোরণটি ঘটানো হয়।

সর্বশেষ খবর