মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইতিহাসের সাক্ষী জাদুঘরটি পুড়ে গেল

ব্রাজিলের ইতিহাস ও ঐতিহ্যের ধারক ২০০ বছরের পুরনো ন্যাশনাল মিউজিয়ামটি আগুনে পুড়ে গেছে। রিও ডি জেনিরোতে অবস্থিত দেশটির সবচেয়ে পুরনো এই জাদুঘরে প্রত্নসম্পদ থেকে শুরু করে ঐতিহাসিক স্মারক মিলিয়ে প্রায় দুই কোটি নিদর্শন সংরক্ষিত ছিল। রবিবার রাতের অগ্নিকাণ্ডে তার বেশিরভাগই ধ্বংস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছে কি না— সে বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে বিবিসি। এক সময় পর্তুগিজ রাজ পরিবারের আবাসস্থল হিসেবে ব্যবহৃত ওই ভবনটির ২০০ বছর পূর্তি উদযাপন হয়েছিল চলতি বছরের শুরুর দিকে। ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের এক টুইটে বলেছেন, ‘ব্রাজিলিয়ানদের জন্য এটা একটা দুঃখের দিন। ওই ভবনের সঙ্গে আমাদের ইতিহাসের অপরিমেয় ক্ষতি হলো।’ এ জাদুঘরের ন্যাচারাল হিস্ট্রি কালেকশনের মধ্যে ছিল ডাইনোসরের হাড় এবং ১২ হাজার বছর আগের এক মানুষের মাথার খুলি। বিবিসি

সর্বশেষ খবর