শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংকটে বন্দুক সহিংসতা : অ্যামনেস্টি

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা মানবাধিকার সংকটে পরিণত হয়েছে বলে নতুন এক প্রতিবেদনে মন্তব্য করেছে মানবাধিকার গ্রুপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি বলেছে, প্রতিবছর যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক মানুষ বন্দুক সহিংসতায় নিহত বা আহত হচ্ছে যা বিস্ময়কর। প্রতিবেদনে বলা হয়েছে, সরকার বন্দুক সহিংসতাকে মানবাধিকার সংকটে নিয়ে গেছে। সংস্থাটি বলছে, বন্দুক সংশ্লিষ্ট সহিংসতায় ২০১৬ সালে গড়ে প্রতিদিন ১০৬ জন মানুষ মারা গেছে। ওই বছর বন্দুক সংশ্লিষ্ট ঘটনায় মোট ৩৮ হাজার ৬৫৮ জন মারা যায়। এর মধ্যে প্রায় ২৩ হাজার ছিল আত্মহত্যা, ১৪ হাজার ৪০০’র বেশি ছিল হত্যাকাণ্ড। এছাড়া অনিচ্ছাকৃতভাবে এবং আইনি হস্তক্ষেপের কারণেও ১ হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জনস্বাস্থ্য সংকটের বড় একটি অংশ জুড়ে বন্দুক সহিংসতা থাকলেও এই বিষয়ে সরকারের প্রতিক্রিয়া খুবই সামান্য। আল জাজিরা

সর্বশেষ খবর