Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৭ এপ্রিল, ২০১৯ ২৩:১৬

ভারতে ঝড়ে ২৫ প্রাণহানি

ভারতে ঝড়ে ২৫ প্রাণহানি

ভারতের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, মনিপুরসহ কয়েকটি স্থানে আগাম বৃষ্টি ও অসময়ের ধূলিঝড়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ধূলিঝড় ও বজ্রপাতে গুজরাটে ১০ জন, মধ্য প্রদেশে ১০ জন এবং রাজস্থানে পাঁচ জন নিহত হন বলে খবর এনডিটিভির। গুজরাট সরকারের ত্রাণ বিভাগের পরিচালক জি বি মঙ্গলপারা বলেছেন, ‘উত্তর গুজরাটে যাদের মৃত্যু হয়েছে তাদের অধিকাংশই বজ্রপাতে ও গাছ পড়ে নিহত হয়েছেন।’ ধূলিঝড়ের সময় উত্তর গুজরাটের হিমন্তনগর শহরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক জনসভার প্যান্ডেল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এসব মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মোদি।

 


আপনার মন্তব্য