বুধবার, ১ মে, ২০১৯ ০০:০০ টা

ক্রাইস্টচার্চে বোমা হামলার হুমকি এক ব্যক্তি গ্রেফতার

সম্ভাব্য বোমা হামলার হুমকির কয়েকটি অভিযোগ পাওয়ার পর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল পুলিশ ক্রাইস্টচার্চের ফিলিপসটাউন এলাকার রাস্তাগুলো  ঘেরাও করে অভিযান চালায়। এ সময় তাদের সঙ্গে বোমা নিষ্ক্রিয়কারী একটি দল, অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর ক্রুরা ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ। রয়টার্স।

বোমা নিষ্ক্রিয়কারী দলের কর্মকর্তারা ওই এলাকার একটি ফাঁকা বাড়িতে সম্ভাব্য বিস্ফোরক বস্তুসহ একটি প্যাকেট পেয়েছেন।

বিবৃতিতে ডিস্ট্রিক্ট পুলিশ কমান্ডার সুপারিনটেনডেন্ট জন প্রাইস বলেন, ‘ক্রাইস্টচার্চের খালি একটি বাড়িতে সম্ভাব্য বিস্ফোরক বস্তু ও গুলিসহ একটি প্যাকেট খুঁজে পেয়েছে পুলিশ।’ বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ওই প্যাকেটটি নিরাপদে সরিয়ে নিয়েছে এবং এ ঘটনায় ক্রাইস্টচার্চের ৩৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ‘৩৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর